কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা ছাইয়েদ আলী মিয়া (৯০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ মে সোমবার ঢাকার মুগদা মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাাহি ..রাজিউন)। প্রয়াত ছাইয়েদ আলী মিয়া কচুয়ার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী যিনি ঢাকায় আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু বরন করেন। ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়লে ৩০ ্এপ্রিল মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে করেনার নমুনা পরীক্ষা করলে ফলাফল পজেটিভ আসে। ১১ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ মে সোমবার সকাল ১১টায় সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়ে রেখে গেছেন। প্রয়াত ছাইয়েদ আলী মিয়ার লাশ ওই দিন বিকাল৫টার সময় জগতপুর এলাকায় নিয়ে আসা হয় । অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী মিষ্টভাষী, সদালাপী এই সামাজিক লোকটির মৃত্যুতে মালিবাগ কলোনী,গ্রামের বাড়ি জগতপুর এলকাসহ সমগ্র কচুয়ায় শোকের ছায়া নেমে আসে।
ওই দিন বাদ আসর নিজ গ্রাম উপজেলার জগতপুর মিয়াজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাজা সম্পন্ন হয়। এ সময় কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের চার সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টীম দাফনের কাজ সমাপ্ত করেন। জানাজার নামাজে ইমামতি করেন মিয়াজী বাড়ি জামে মসজিদের খতিব। প্রয়াত ছাইয়েদ আলী মিয়ার সুযোগ্য সন্তান কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ শতাধিক জনগন সামাজিক দুরুত্ব বজায় রেখে জানাজায় অংশ গ্রহন করেন।
জানাজা শেষে জগতপুর মিয়াজী বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এখানেই চির নিদ্রায় শায়িত হলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা। যে মানুষটিকে আর কখনই আপনজনদের মাঝে দেখা যাবেনা।
ছাইয়েদ অলী মিয়ার মৃত্যতে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো: গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।তাছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ বিএসসি,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ছবি: কচুয়ার জগতপুরে প্রয়াত ছাইয়েদ আলী মিয়ার জানাজার একাংশ। ইনসেটে প্রয়াত ছাইয়েদ আলী মিয়া।
Leave a Reply