কচুয়া উপজেলার সফল মৎস্য ব্যবসায়ী সদর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান। মজিবুর রহমান দীর্ঘ অনেক বছর ধরে তার পুকুরে দেশী প্রজাতির রুই,কাতল,মৃগেল,তেলাপিয়া ও ব্রিগেট মাছ বানিজ্যিকভাবে চাষ করে আসছে । মাছের সাথেই তার সখ্যতা।তাই মাছ চাষ করতে ভালবাসেন। তার ডাকে মাছ কাছে চলে আসে। দীর্ঘ অনেক বছর ধরে তার গ্রাম উজানীতে ৭ একর সম্পত্তির ৮টি পুকুরে মাছ চাষ করে আসছেন।পরিবারের সদস্যদের ভরন পোষনের পশাপশি আটজন লোক তার খামারে কাজ করে। তারাও স্বচ্ছলভাবে তাদের পরিবার নিয়ে জীবন যাপন করছে ।বর্তমান করোনা দূর্যোগে পরিস্থিতিতে মৎস্য খামারের ব্যবসায় বিপর্যয় দেখা দিয়েছে ।
ছবি: কচুয়ার উজানীতে মৎস্য খামারের মাছকে খাবার দিচ্ছেন শ্রেষ্ঠ মৎস্যচাষী মজিব মেম্বার
লকডাউনের কারনে মৎস্য খামারীদের মাছের খাবার কোন রকমে সংগ্রহ করতে পারলেও মাছ বিক্রি করা যাচ্ছেনা । যার ফলে লক্ষ লক্ষ টাকা বিনোয়গ করে পথে নেমে আসার উপক্রম হয়েছে। মজিবুর রহমানের মৎস্য খামারে প্রতিদিন মাছের তিন বেলা খাবার দিতে গিয়ে তাঁর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে । বিক্রি করার উপযোগী পর্যাপ্ত মাছ খামারে থাকা সত্বেও বৈশ্বিক পরিস্থিতিতে মাছ বিক্রি করা যাচ্ছে না । ৮জন শ্রমিকের বেতন ও দৈনিক তিন বেলা মাছের খাবার যোগান দিতে হিমসিম খেতে হচ্ছে। প্রায় অর্ধ কোটি টাকা মৎস্য খামারে বিনিয়োগ করে ইউপি সদস্য মজবুর রহমান দিশেহারা । ্
ইউপি সদস্য মজিবুর রহমান জানান,দেশীয় প্রজাতির মাছ চাষ করে দেশের মাছের চাহিদা পুরন করছি। বর্তমানে করোন দুর্যোগের সময় লকডাউনের কারনে মাছ বিক্রি করতে পারছিনা । যার ফলে প্রতিদিন অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে । তাই মজিবুর রহমান সকল মৎস্য ব্যবাসায়ীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কছে সহজ শর্তে ঋন প্রদানের মাধ্যমে মৎস্য খামারীদের সহযোগীতার জন্যে অনুরোধ জানিয়েছেন।
ছবি: কচুয়ার উজানীতে মৎস্য খামারের মাছকে খাবার দিচ্ছেন শ্রেষ্ঠ মৎস্যচাষী মজিব মেম্বার
Leave a Reply