কচুয়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দূযোর্গে কর্মহীন হতদরিদ্রদের মাঝে পিইপি বেসরকারি উন্নয়ন সংস্থা কেআইডিপি কচুয়া শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সংস্থার দোয়াটি কার্যালয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে ২শত৫৫ জন হতদরিদ্রদের মাঝে জন প্রতি ১০ কেজি চাল,৫কেজি আলু,১লিটার তৈল, ১কেজি ডাল ও ১টি করে গায়ে মাখার সাবান বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার চাঁদপুর জেলা মাঠসমন্ময়কারী মোহাম্মদ আলাউদ্দিীন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, সংস্থার কচুয়া শাখার সিনিয়র মাঠ সমন্ময়কারী সৈয়দ আহমেদ,ইউনিয়ন সমন্ময়কারী আব্দুল মতিন ও সুমন। চাঁদপুর জেলা মাঠ সমন্ময়কারী মোহাম্মদ আলাউদ্দিীন বলেন দরিদ্র নিমূল করার লক্ষে কেআইডিপি হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। করোনা ভাইরাসে কচুয়ার কর্মহীনদের মাঝে আমরা সংস্থার সাধ্যানুয়ায়ী সহযোগীতা করে যাব।
ছবি: কচুয়ায় কেআইডিপির কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের একাংশ।
Leave a Reply