কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নে কর্মহীন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৪শত৫০জন কর্মহীন হত-দরিদ্রের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, এক কেজি আলু ,আধা কেজি পিঁয়জ সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল ।এসময়, তদারকি কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার আক্তার উদ্দিন প্রধান ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল আলম, ইউপি সচিব সাগর চন্দ্র দাস, ইউপি সদস্য নাছির উদ্দিন,মোস্তফা কামাল সেলিম, তাজুল ইসলাম,চান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফ চৌধুরী রুবেলসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে ইউপি সদস্য, আইন-শৃংখলা দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহযোগীতা প্রদান করেন। খাদ্যসামগ্রী বিতরনের পূর্বে ৪শত ৫০ জনের নামের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রীর বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, প্রধানমন্ত্রীর উপহার এ খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের জন্যে । এই ইউনিয়নে কোন জনগন খাদ্যের অভাবে অনাহারে থাকবে না
ছবি : কচুয়ার পাথৈর ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরনের এ
Leave a Reply