কচুয়া উপজেলা মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে বৈশিক পরিস্থিতিতে কোবিড-১৯ এর ভয়াবহতায় কর্মহীন মানুষের মাঝে অগ্রধিকার ভিত্তিতে খাদ্য সামগ্রী¡ বিতরণ ও ইউনিয়ওয়ারী তালিকা প্রস্তুত করে উপকারভোগী ১১ হাজার পরিবারকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে প্রতিমাসে জনপ্রতি ২০ কেজি করে চাউল প্রদান করা হবে । এ সময় প্রধান মন্ত্রী প্রদত্ত চলমান খাদ্য সামগ্রী যথাযথ ভাবে বিতরনের বিষয় ইউপি চেয়ারম্যান ,তদারকী কর্মকর্তা, ইউপি সচিবগনকে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান জুয়েলসহ অন্যান্য চেয়ারম্যানগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফেক আইডির মাধ্যমে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য প্রকাশ করে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে ; এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করা হলে ওই সব আইডি পরিচালনা কারীদের বিরুদ্বে অভযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্বান্ত হয়। তাছাড়া নিয়মানুযায়ী সতর্কতার সাথে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করার বিষয়ে আলোচনা হয়।এ সময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার(ভ’মি) একি মিত্র চাকমা,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুননাহার ভুইয়া,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,হাজী আ: হাই মুন্সি,মাসুদ এলাহী সুভাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
Leave a Reply