করেনা ভাইরাস কোবিড -১৯ এর ভয়াবহতা থেকে রক্ষা করে কচুয়ার মানুষকে একটু খানি সুস্থ রাখতে যে মানুষটি নিজের পরিবারকে রেখে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত মানুষের পাশে অতন্ত্র প্রহরীর মত কাজ করছেন সেই মানূষটির পরম শ্রদ্ধেয় বাবা সায়েদ আলী মিয়া (৮৫)করেনায় আক্রান্ত। ভাগ্যের নির্মম পরিহাস নিজের বাবা আজ ঢাকার মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নমম তালায় ভর্তি।অনেক রাজনীতিবিদ ,সমাজ সেবক যারা মানুষের সেবা নিয়ে চিন্তা করেন তাদের অনেকই মাঠে নেই । অথচ দুবারের বিপুল ভোটে নির্বাচিত কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রথম থেকে তাঁর সাধ্যানুযায়ী অভিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসুন সবাই মিলে জনতার চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের বাবার জন্যে কায়মনে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আল আমিন ওনার বাবাকে সুস্থ করে তাঁর আপনজনদের কাছে ফিরিয়ে দেন।সামাজক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটারে বহু মানুষ ,শুভানুধ্যায়ী তাঁর বাবার সুস্থতার জন্যে দোয়া কামনা করেছেন।আল্লাহ ওনাকে সুস্থ্যতা দান করুক আমিন। প্রসংগত ৩/৪দিন পূর্বে কচুয়া উপজেলা চেয়ারম্যানের বাবা ঢাকার বাসায় করেনা আক্রান্ত হয়েছিলেন।
Leave a Reply