বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়,কর্মহীনদের মাঝে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামের পক্ষ থেকে পঞ্চমবারের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে শনিবার কচুয়ার কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম,আবদুল মোতালেবের ছেলে আমেরিকা প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম বাপ্পীর পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া ও পাশ্ববর্তী গ্রামের কর্মহীন অসহায়,দুস্থ ১শত পরিবারের মাঝে চাউল,ডাল পিয়াজ ,ছোলা ও তৈল বিতরণ করা হয়। আমেরিকা প্রবাসী মাইনুল ইসলাম এক প্রতিক্রিয়ায় মুঠোফোনে জানান হত দরিদ্র যে কোন পরিবার খাদ্য সংকটে থাকলে আমার গ্রামের বাড়িতে যোগাযোগ করলে তথ্য গোপন রেখে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। প্রবাসে বসবাসরত ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামের পরিবার ও সকলের জন্যে দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব বলেন আমার এলাকার কোন মানুষ অনাহারে থাকবেনা,সংবাদ পেলে আমার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষনিক গোপনীয়তা বজায় রেখে খাদ্য সামগ্রী ঘরে পৌছে দেওয়া হবে। সবার মঙ্গল কামনা করি । প্রসংগত : আমেরিকা প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম বাপ্পী তার বাবা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেবের অনুপ্রেরনায় এলাকার গরীব কর্মহীনদের মাঝে তার উপার্জনের অর্থ দিয়ে এ পর্যন্ত প্রায় ৬শত পরিবারকে ক সুদুর আমেরিকা হতে মানুষকে সহযোগীতা করে আসছেন।
ছবি: কচুয়ার নলুয়ায় আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামের পক্ষ থেকে পঞ্চম বারের মত খাদ্য সামগ্রী বিতরনের একংশ। ইনসেটে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামের ফাইল ছবি।
Leave a Reply