কচুয়ায় কম্বাইন্ড হারভেষ্টার মেশিনে সাশ্রয়ী খরচে, কম লোকের সাহায্যে ধান কাটা,মাড়াই ও ঝাড়াইয়ের কার্যক্রমের উদ্বাধন করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিতারা ইউনিয়নের খলাগাঁও মাঠে কৃষক আ: হালিমের জমিতে পাকা ধান কাটা,মাড়াই ও ঝাড়াইয়ের কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,কৃষি অফিসার কৃষিবিদ মো: সোফায়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা,কৃষক আব্দুল কাদের প্রমূখ।এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সোফায়েল হোসেন বলেন জাপানের তৈরী হারভেষ্টার মেশিনটি ৫০% কমমূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এই কম্বাইন্ড হারভেষ্টার মেশিনে কম সময়ে স্বল্প খরচে ধান, ধান কাটা,মাড়াই ও ঝাড়াইয়ের কাজ করা হয়।হারভেষ্টার মেশিন দিয়ে একজন কৃষকের ৩৩ শতাংশ জমির ধান কাটতে খরচ হয় ১হাজার ৬শত৫০ টাকা শ্রমিক বা লোক দিয়ে কাটতে খরচ ৪হাজার ৫শত টাকা। কৃষক আ: কাদের হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটতে ০১৮২৪-০৩১৬৯৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
ছবি: কচুয়ার খলাগাঁও মাঠে হারভেষ্টার মেশিনে ধান কাটা,মাড়াই ও ঝাড়াইয়ের কার্যক্রমের একাংশ।
Leave a Reply