কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে কর্মহীন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫শতজন কর্মহীন হত-দরিদ্রের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ২ কেজি আলু সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে তদারকি কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জাহাঙ্গীর আলম লিটন,আইসিটি কর্মকর্তা মো: মোশারফ হোসেন, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,কচয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,ইউপি সচিব জাকির হোসেন মৃধা, ইউপি সদস্য,ইউনুছ প্রধান,বোরহান ,আ: বারেক,ছাদেক পাটওয়ারীসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে ইউপি সদস্য, আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহযোগীতা প্রদান করেন । খাদ্যসামগ্রী বিতরনের পূর্বে উপকারভোগী ৫শত জনের নামের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ছবি : কচুয়ার বিতারা ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরনের একাংশ
Leave a Reply