করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় কচুয়ায় পঞ্চম দিনের মত অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রলীগ।মাঠে পাঁকা বোরো ধান শ্রমিকের অভাবে ধান নিয়ে বিপাকে কৃষক। প্রধান মন্ত্রীর নির্দেশনায় ২৮এপ্রিল মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ৫০জন কর্মী গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে ধান কেটে মাড়াই করে দিয়েছে।ধান কাটার বিষয়ে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি টেলিকনফারেন্সে ছাত্রলীগ কর্মীদের উৎসাহিত করে বক্তব্য রাখেন। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ কৃষক কালা মিয়ার নাউলা বিলের ৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার জানান, পঞ্চম দিনের মত উপজেলার প্রতিটি ইউনিটের ছাত্রলীগ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সামাজিক সুরক্ষা বজায় রেখে কৃষকের ধান কেটে মাড়াই করে দেওয়ার কাজে নেমেছে। বই খাতা রেখে- অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আমরা ধান কেটে কৃষকদের সহযোগীতা করতে মাঠে নেমেছি। এদিন ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি,ইউনিয়ন আওয়ামী রীগের সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার কৃষকের ক্ষেতে ধান কাটার সময় উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের নেতৃত্বে ৫০ সদস্যের দলে নাউলা বিলে ধান কাটার কাজে অংশগ্রহন করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন,শুভজিৎ দাস,মেহেদী হাসান,শাকিল মুন্সি,সুজন দাস,সদস্য মেহেদী হাসান উপল,রাহী,সাজ্জাদ হোসেন, বিজয়, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন প্রমূখ।
কচুয়া : কচুয়ার নাউলার বিলে ছাত্রলীগের ধান কেটে কৃষকের বাড়ি নিয়ে যাবার একাংশ।
Leave a Reply