করোনা ভাইরাস কভিড-১৯ এর সংক্রমণরোধে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সচেতনতার পাশাপাশি কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন কর্মহীন অসহায় সাড়ে চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার হাশিমপুর ড, মুনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় সামজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী চাল, ডাল, চিনি, ছোলা ও তৈল বিতরণ করা হয়।
এক প্রতিক্রিায় আলহাজ্ব মো: গোলাম হোসেন বলেন কচুয়ার কর্মহীন অসহায়,নিম্ম ও মধ্যবিত্ত পরিবার সংকটে রয়েছে,এ সব মানুষের ঘরে ঘরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার কাজ শুরু করেছি ।কচুয়ার কোন মানুষ অনাহারে থাকবেনা।সবাই লকডাউন মানুন,ঘরে থাকুন নিরাপদে থাকুন ,সুস্থ থাকুন।
এ সময় আলহাজ্ব মো: গোলাম হোসেনের পক্ষে চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ জেযাবায়ের হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম,কাজী জহিরুল ইসলাম টগর, সাবেক সাধারন সম্পাদক রেজাউল মাওলা হেলাল,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।
ছবি: কচুয়ায় সাড়ে চার হাজার পরিবারের মাঝে এনবিআরের সাবেক চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরনের একাংশ।
Leave a Reply