করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় কচুয়া উপজেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের ধান কাটা থেকে মাড়াই করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাবেক মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদের নির্দেশনায় ছাত্রলীগ বই খাতা রেখে- অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃত্বে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিট নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সামাজিক সুরক্ষা বজায় রেখে কৃষকের ধান কাটা থেকে মাড়াই করে দেওয়ার কর্মসূচি নিয়েছে। ২২ এপ্রিল বুধবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের নেতৃত্বে বিতারা ইউনিয়নের গুরগার বিলে প্রান্তিক কৃষক ওসমান মিয়ার ৩০শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে।এ সময় উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের দলে ধান কাটার কাজে অংশগ্রহন করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল আহম্মেদ ভূইয়া, সদস্যমোঃ আরিফ হোসেন ,কাইয়ুম চৌধুরী ,আবু ইউছুফ মজুমদার, কামরুল ইসলাম, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহাগ সরকারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় কৃষক ওসমান বলেন চরম দু:সময়ে কাজের লোকের অভাবে ধান কাটতে পারছিলামনা এমন সময়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ ধান কেটে মাড়াই করে দিয়ে আমাকে সহযোগীতা করায় আমি বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এ দিকে ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার জানান আমরা কৃষকের সন্তান,কৃষকদের সহযোগীতা করতে প্রতিটি ওয়ার্ডে ২০ সদস্যের কমিটি করে দিয়েছি,সবাই এ সময়ে কৃষকের ধান কাটা থেকে ধান কাটা থেকে মাড়াই করা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সহযোগীতা করবে।
ছবি: কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃত্বে গুরগার বিলে ধান কাটা ও মাড়াইয়ের একাংশ
Leave a Reply