কচুয়ায় অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।এপ্রিল মাসে সমগ্র উপজেলায় ১৮জন ডিলারের মাধ্যমে ২শত৭৯টন চাল বিতরণ শুরু হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের হোসেনপুরে ডিলার আবু তাহের তদরকি কর্মকর্তা শিবুলাল সাহার উপস্থিতিতে ৪শত৯৪জনের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করেন। এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে সবাইকে জীবানমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে করার মাধ্যমে বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহদাত হোসেন।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরীফুল ইসলাম মানিক,মনির হোসেন। তাছাড়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ডিলার মাহমুদুল হাছান সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩শত৭৮জনকে ৩০ কেজি চাল বিক্রি করেন । এ সময় ইউপি সদস্য মো: জাকির হোসেন তার এলাকার উপকারভোগীদের মাঝে চাল বিতরণে সহায়তা প্রদান করেন।একই দিনে বিতারা ইউনিয়নে মেসার্স তাসমীন ট্রের্ডার্স তদারকী কর্মকর্তার উপস্থিতিতে জন প্রতি ৩০ কেজি করে ৩শত ৪৯ জনের মাঝে চাল বিতরণ করেন। উপকারভোগীগন ১০টাকা কেজি দরে চাউল পেয়ে খুশী। তারা প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।
ছবি ১/ কচুয়ার হোসেনপুরে ১০ টাকা মুল্যে চাল বিক্রির একাংশ।
ছবি ২/ কচুয়ার শ্রীরামপুরে ১০ টাকা মুল্যে চাল বিক্রির একাংশ।
Leave a Reply