এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন নির্বাচনী এলাকা কচুয়ায় দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস এর প্রদুর্ভাবে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ৩হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবেন। দিনরাত পরিশ্রম করে স্বেচ্ছাসেবকগন চারটি খাদ্য সামগ্রীর উপকরনের সমন্ময়ে ৩হাজার প্যাকেট তৈরী করার কাজ শেষ করেছে। খাদ্য সামগ্রী বিতরণের সমন্ময়কারী চাঁদপুর জেলা পরিষদের ১৪ নং ওয়র্ডের নির্বাচিত সদস্য মো: জোবায়ের হোসেন জানান প্রধান মন্ত্রীর নির্দেশে কচুয়ার প্রতিটি এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আওয়মী লীগ নেতা আলহাজ্ব মো: গোলাম হোসেনর পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরনের প্রস্তুতি শেষ হয়েছে । ২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে কচুয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় খাদ্য সামগ্রী জনপ্রতি ৫কেজি চাল, এক কেজি করে ছোলা,সয়াবিন তৈল ও চিনি বিতরণ করা হবে। আলহাজ্ব মো: গোলাম হোসেন ভাই বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস এর প্রদুর্ভাবে সবাইকে ঘরে থাকার ও আহবান জানিয়েছেন।
ছবি: এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরনের প্রস্তুতির একাংশ
Leave a Reply