1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

কচুয়ার বড় হায়াতপুরে গ্রাম পুলিশের বাড়ি ঘরে হামলার ঘটনায় মামলা

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২৭৫৮ বার পড়া হয়েছে

কচুয়ায় গ্রাম পুলিশের  বাড়ি ঘরে  হামলা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।  ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সুনিল সরকারের বাড়িতে দুবৃত্তরা হামলা চালায়। মামলার এজহার  মর্মে জানা গেছে ওই দিন সন্ধ্যায় পশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের কতিপয় উশৃঙ্খল যুবক সবজি বিক্রি সংক্রান্ত বিষয়ের জের ধরে শুক্রবার সন্ধ্যায় সুনিল সরকারের বাড়িতে সংগবদ্বভাবে  প্রবেশ করে  অতর্কিতভাবে হামলা চালায়। স্ত্রী অংকুরী রানীর । গ্রাম পুলিশ সুনিলের ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ও সুনিলের স্ত্রী অংকুরী রানী ,তার ভাইয়ের স্ত্রী শিল্পি রানীকে মারধর  করে স্বর্নের  চেইন ও মাবাইল সেট নিয়ে যায়। গ্রাম পুলিশ সুনিলের ছেলে সজীব সরকার বাধা দিলে তাকেও মারধর করে ।

 

36

ছবি ১: কচুয়ার বড় হায়াতপুরে দুস্কৃতিকারীদের হামলায় আহত

এ ঘটনায় সুনিলের ভাইপো রপন সরকার ,শ্যামল বৈদ্য, ভাই খোকন চন্দ্র খেকনের স্ত্রী শিল্পি রানী , ছেলে সজীব সরকার আহত হয় । আহতদেরকে শুক্রবার রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আহতদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ১৯ এপ্রিল রবিবার সুনিল সরকার কচুয়া থানায় ডুমুরিয়া গ্রামের আক্কাছ বকাউলের ছেলে সোহাগ মিয়াসহ,দরিয়া হায়াতপুর ও ডুমুরিয়া গ্রামের ৫জনকে এজহার নামীয়  ও অজ্ঞাত৪/৫জনকে বিবাদী করে বসতবাড়ি ভাংচুর,চুরি ও শ্লীলতাহানীর দায়ে মামলা দায়ের করে। গ্রাম পুলিশ সুনিল সরকার হামলাকারীদের  বিচার ও দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

Kachua photo 1
ছবি ১: কচুয়ার বড় হায়াতপুরে দুস্কৃতিকারীদের হামলায় আহত ও ভাংচুরের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার