করোনা সন্দেহে কচুয়ায় ডাক্তারসহ ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠান হয়েছে। ১৬ এপ্রিল বৃস্পতিবার উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের একটি টীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠান হয়েছে। বাকী তিনজন মহিলার মধ্যে একজন পালখাল মডেল ইউনিয়নের,বাকী দুজন কচুয়া পৌর এলাকার একটি ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ বলেন এটি রুটিন পরীক্ষা ,ক্রমান্বয়ে সন্দেহভাজন ব্যাক্তিদের করেনা ভাইরাস নিশ্চিত করতে নমুনা সংগ্রহ আরো বাড়ানো হবে। আতংকিত হওয়ার কিছু নেই । সবাই নিয়ম মেনে ঘরে থাকুন,তাহলেই আপনরা ভাল থাকতে পারবেন।
এদিকে ১৬ এপ্রিল বৃস্পতিবার পর্যন্ত নারায়নগঞ্জ ,ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে কচুয়ায় আসা ৩৯৪জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে।
Leave a Reply