করোনা ভাইরাস কোভিড -১৯ এর ভয়াবহতার সময় ভারত,নারায়নগঞ্জ,ঢাকা ও চট্রগ্রাম থেকে আসা ৩৭জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। কচুযা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার এ তথ্য জানান হয়েছে। কচুয়ায় বাহির থেকে কোন নাগরিক আসা মাত্র উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে জনসাধারনকে অনুরাধ করা হয়েছে। উপজেলা দীপায়ন দাস শুভ বলেন কচুয়ায় বাহির থেকে কোন নাগরিক কচুযায় আসা মাত্র অবশ্যই জরুরী ভিত্তিত্বে অবহিত করতে হবে।
Leave a Reply