করোনা ভাইরাস কোভিড -১৯ এ অসহায় দরিদ্র মানুষের মাঝে খোলা বাজারে ১০ টাকা মূল্যে চাউল বিক্রি শুরু হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার কচুয়া পৌর বাজারে ওএমএস ডিলার সিরজুল ইসলাম ১টন ও সাদেক মুন্সি ১টন চাউল হতদরিদ্রদের মাঝে বিক্রি করে। জনপ্রতি ৫ কেজি করে খোলা বাজারে এ চাউল বিক্রি করা হয়। ৭ এপ্রিল মঙ্গলবার থেকে প্রতি রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার খোলা বাজারে ডিলারগন কচুয়া পৌর এলাকায় এ চাউল বিক্রি করবে বলে জানা গেছে। চাল বিতরণকালে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস দেবনাথ ও তদারকি কর্মকর্তা উপসহকারি কৃষিকর্মকর্তা শিবুলাল উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলা হলেও তা রক্ষা করতে সংশ্লিষ্টদেরা হিমশিম খেতে হয়।তাই স্থানীয়রা চাল বিক্রির সময় ভবিষ্যতে আরো সর্তকতা অবলম্বন করে সামাজিক দুরুত্ব বজায় রেখে চাল বিতরণ করতে উপজেলা প্রশাসনের দুষ্টি আকর্ষন করছে।
Leave a Reply