কচুয়ায় হামকোয়ারেন্টাইন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করেতে জেলা প্রশাসকের তত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করেছে।৬ এপ্রিল সোমবার উপজেলার সুবিধপুর ,রহিমানগর, আমুজান,পালগিরি,সাহার পাড়,আশ্রাফপুর, বাজারে সেনাবাহিনী,কচুয়া থানা পুলিশ অভিযান ও টহল দিয়েছে।ঢাকা-কচুয়া সড়কে যানবাহন সীমিতকরণ করে আঞ্চলিক সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জনগনকে জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বাহিরে না আসার জন্যে মাইকিং করে আহবান জানান হয়। ব্যাবসায়ীদেরকে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নির্ধারিত দামে বিক্রির কথা বলেন।
ছবি: কচুয়ায় সেনাবাহিনী ,পুলিশের অভিযান ও টহলের একাংশ
সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও সামাজিক দুরুত্ব বজায় না রাখার দায়ে দুই ব্যবসায়ী সুবিধপুরের বিল্লাল হোসেন,সাহার পাড়ের আবুল কালামকে দুই হাজার ,দুই সিএনজি চালক মানিক ও সুমনকে ১হাজার ও মোটর সাইকেল চালক কাউছারকে ১শত টাকা দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা। জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে । ফলে রাস্তা ঘাঠ ছিল অনকটাই ফাঁকা । শুধু কাঁচা বাজার ও ঔষধের দোকান,হাসপাতাল এবং জরুরী সেবা সমূহ চালু রয়েছে । এ সময় কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় ভ্রাম্যমান আদালতের একাংশ
Leave a Reply