কচুয়ায় ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান মানিক কর্মহীন আসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।৬এপ্রিল সোমবার কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দওেয়ান মানিক উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামে প্রায় ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,তৈল,পিঁয়াজ,আটা ও আলু বিতরণ করেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
ছবি : কচুায়ায় ইঞ্জিনিয়ার মানিকের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের একাংশ।
তাছাড়া একই দিনে ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান মানিক ৫শত৫০ জনকে হ্যান্ড ওয়াস,সাবান ,টিসু ও হ্যান্ড ক্লাবস বিতরণ করেন।
এ সময় ইঞ্জিনিয়ার মানিক বৈশ্বিক পরিস্থিতিতে কোভিড-১৯ এর হাত থেকে মুক্ত থাকতে সবাইকে ঘরে থাকার আহবান জানান।
ছবি : কচুায়ায় ইঞ্জিনিয়ার মানিকের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের একাংশ।
Leave a Reply