করোনা ভাইরাসের প্রাদর্ভাবে বৈশ্বিক পরিস্থিতিতে কচুয়া উপজেলার কর্মহীন দু:স্থ মানুষের ধারে ধারে ত্রান সামগ্রী পৌছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি এলাকার সর্বস্তরের জনগনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছেন। ওই ইউনিয়নে সরকারি ত্রানের চাউল মানুষের ঘরে নিজেই পৌছে দিয়ে আসছেন।
ছবি : কচুয়ায় কর্মহীন ও অসহায়দের মাঝে চাল বিতরণের একাংশ ।
৪ এপ্রিল খাদ্য সামগ্রী নিয়ে ফতেপুর,তুলপাই,সহদেবপুর গ্রামে ত্রানের চাউল বিতরণ করেন এবং জরুরী প্রয়োজন ব্যতিত জনগনকে ঘর থেকে বের না হবার আহবান জানান। এ সময় ইউপি সদস্য আ: হান্নান,আবুল বাসার, নাছিমা বেগম সংশ্লিষ্ট গ্রামে বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন। তাছাড়া ইতিমধ্যে ওই ইউনিয়নে ভিজিডি প্রকল্পের আওতায় হতদরিদ্র ১শত ৩৬ জনকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ বলেন কর্মহীন,দু:স্থ,অসহায় কেউ খাদ্যের অভাবে অনাহারে থাকবেনা।সরকারি বরাদ্বের পাশাপশি নিজস্ব তহবিল থেকে ও সাধারন মানুষকে সহযোগীতা অব্যাহত রয়েছে।
লিফলেট বিতরণ ও হাত ধোয়া ,মাইকিং করে করনীয় সম্পর্কে জনগনকে অবহিতকরণ কার্যক্রম চলমান রয়েছে বলে ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ জানান।
ছবি: পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজদ
Leave a Reply