কচুয়ায় হোমকোয়ারেন্টাইন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান
কচুয়ায় হোমকোয়ারেন্টাইন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। ৩ এপ্রিল শুক্রবার চাঁদপুরের জেলা প্রশাসকের তত্বাবধানে সেনাবাহিনী,থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ,সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাচার বাজারে বিশেষ অভিযানের মাধ্যমে জনগনকে জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হবার আহবান জানান। বৈশ্বিক পরিস্থিতিতে সামজিক দুরুত্ব বজায় রাখার কঠোর নির্দশনা প্রদান করেন। জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে । ফলে রাস্তা ঘাঠ ছিল অনকটাই ফাঁকা । শুধু কাঁচা বাজার ও ঔষধের দোকান,হাসপাতাল এবং জরুরী সেবা সমূহ চালু রয়েছে। মাইকিংয়ের মাধ্যমে জনগনকে সচেতনতার পাশাপশি জরুরী প্রয়োজনে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্যে আহবান জানান।
ছবি২: .সেনাবাহিনী,পুলিশের জরুরী প্রয়োজনে সামাজিক দরুত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রয়ের নির্দেশনার একাংশ।
Leave a Reply