কচুয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে করোনা ভাইরাস কোবিড-১৯এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সাধারন জনগনের মাঝে মাক্স,সাবান ও জীবানুনাশক বিতরণ করা হয়েছে।৩ এপ্রিল শুক্রবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর মোহাম্মদিয়া জামে মসজিদে বাংলাদেশ সহকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদেরকে বৈশ্বিক পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব নিশ্চিত এবং জরুরী প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হবার আহবান জানান। নামাজ শেষে মুসল্লিদের মাঝে ২শত ৫০টি মাক্স,হাত ধোয়ার সাবান ও জীবানুনাশক হ্যান্ড ওয়াস বিতরণ করেন।
ছবি : কচুায়ায় সাধারন জনগনের মাঝে মাক্স,সাবান বিতরণ করছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি ।
তাছাড়া একই দিনে শ্রীরামপুর গ্রামে গৃহিণিদের মাঝে সাবান,মাক্স ও হ্যান্ড ওয়াস বিতরণ করেন।
ছবি ৩: কচুায়ায় সাধারন জনগনের মাঝে মাক্স,সাবান বিতরণ করছেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি ।
Leave a Reply