কচুয়া কৃষি ব্যাংকের ম্যানেজার সমাজ সেবক মো: শাহ আলম মিয়া (৫৭) পহেলা এপ্রিল বুধবার ভোরে পৌরসভার মর্ডান হাসপাতালে ডয়াবেটিস রোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইন্তেকাল (ইন্নালিল্লিাহি …রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।ওইদিন সকাল ১১টায় প্রথমে পৌরসভার ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে ও বাদ জোহর নিজ বাড়িতে দি¦তীয় জানাজা অনুষ্ঠিত হয়।এ সময় জানজায় অংশ গ্রহন করেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন,মরহুমর ছোট ভাই খোরশেদ আলম,সামসুল আলম,একমাত্র ছেলে রিমু,বোনের ছেলে সমাজ সেবক আলহাজ্ব মোস্তফা ফখরুদ্দিন , কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,কৃষিব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলকার সর্বস্তরের জনগন। জানাজা শেষে পৌরসভার কচুয়া মিয়া বাড়ির পারিবারিক গোরস্থানে বাবার পাশে চির নিদায় শায়িত হলো শাহ আলম মিয়া ।তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
Leave a Reply