করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাকের মাইক্রো ফিনেন্স বিভাগ কচুয়ায় ব্যাপক কর্মসূচি । ৩০ মার্চ সোমবার জনগনকে সচেতন করতে হাতধোয়া,গানের মাধ্যমে মাইকিং,লিফলেট বিতরণ,গাড়ীতে জীবানুনাশক স্প্রে করেছে বেসরকারি সংস্থা ব্রাকের মাইক্রো ফিনেন্স বিভাগ। ব্রাক মাইক্রো ফিনেন্স কচুয়া উপজেলার বিভন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ছবি: কচুয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতার একাংশ
এ সময় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন ব্রাকের এরিয়া ম্যানেজার মো: আইয়ুব ভুইয়া(দাবি),কচুয়া উপজেলা শাখার একাউন্টস ম্যানেজার নজরুল ইসলাম,ব্রাক কচুয়া শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ হেল বাখির((দাবি)। ব্রাক কচুয়া শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ হেল বাখির জানান,বর্তমান পরিস্থিতিতে আমরা ৫ম দিনের মত সমগ্র উপজেলায় আমাদের কার্যক্রম চলমান।জরুরী প্রয়োজন ব্যতিতত জনগনকে ঘর থেকে বাহির না হওয়ার আহবান জানান।
Leave a Reply