1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৯৬৪ বার পড়া হয়েছে

জনসমাগম নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর একটি দল কচুয়া বাজারে টহল দিয়েছে।২৮ মার্চ শনিবার কচুয়া পৌরবাজারে সহকারি কমিশার(ভ’মি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একি মিত্র চাকমা,পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ পৌরবাজারে আসা জনগনকে  জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হবার আহবান জানান।।স্থানীয়দের  বাসিন্দাদেরকে বাসায় থাকার আহবান জানান।  তাছাড়া ব্যাবসায়ীদেরকে সামাজিক দুরুত্ব বজায় রেখে  নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নির্ধারিত দামে বিক্রর কথা বলেন। জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে । ফলে রাস্তা ঘাঠ ছিল অনকটাই ফাঁকা । শুধু কাঁচা বাজার ও ঔষধের দোকান,হাসপাতাল এবং জরুরী সেবা সমূহ চালু রয়েছে ।

 

50

ছবি:  কচুয়ায় সেনাবাহিনী টহলের একাংশ

একই দিনে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির কচুয়া বাজার ও পাশ্ববর্তী এলাকায় উপস্থিত হয়ে  জনগনকে  ঘরে থাকার আহবান জানান।একই দিনে তিনি  সাচার বাজারে জনগনের মাঝে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি তদরকী করেন।

570

ছবি:  কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিতরনের  একাংশ

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে চাল বিতরণ করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথানুযায়ী ২৮ মার্চ শনিবার হোম কোয়রেন্টাইনে রয়েছে ৭১জন, এবং এ পর্যন্ত ১শত ৫২জনকে পরিবারের সাথে থাকার ছাড়পত্র প্রদান করা হয়েছে।

51
ছবি:  কচুয়াউপজেলা  নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে চাল বিতরনের  একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার