কচুয়া উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে ১শত৫জন বিদেশ ফেরত নাগরিক হোমকোয়ান্টোইনে রয়েছে। ২৩ মার্চ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যানুযায়ী মার্চ মাসে ১শত৫জন বিদেশ ফেরত নাগরিক হোমকোয়ান্টোইনে রয়েছে। বিদেশ ফেরত ১০৮জনকে হোমকোয়ান্টোইনে থাকার পর সুস্থ্যভাবে পরিবারের সদস্যদের সাথে বসবাস করার ছাড়পত্র প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। করোনা ভাইরাসের বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রতিটি এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী,স্থানীয় জন প্রতিনিধিদের সাথে সমন্ময়ে কমিটি করে প্রতিটি এলাকার বিদেশ ফেরত নাগরিকদের হোমকোয়ান্টোইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ।প্রতিটি এলাকায় মাইকিং করে সকল নাগরিকদের বৈশিক পরিস্থিতে করনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান অব্যাহ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোমবার জনসচেতনতায় উপজেলার কচুয়া পৌরএলাকা,রহিমানগর বাজারে সিএনজি,অটোরিক্সা,রাস্তায় ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুব উল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান,পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,কচুয়াবাজার সমিতির সভাপতি জাকির হোসেন বাটা জনসচেতনতা কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
ছবি ১ কচুয়ায় জনসচেতনতায় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সিএনজি অটোরিক্সায় ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রের একাংশ।
তাছাড়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বর্তমান পরিস্থিতিতে করনীয় সম্পর্কে প্রতিদিন নিজেই উপজেলার গুরুত্বপূর্ন বাজার,সড়কে মাইকিং করছেন।প্রতিটি এলকায় লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
যে সব প্রবাস ফেরত নাগরিক দেশে এসে প্রকাশ্যে চলাফেরা করছে এমন ৫ ব্যাক্তিকে গত দুই দিনে হোমকোয়ান্টোইনে না থাকায় ভ্রাম্যমান আদালতে দন্ড প্রদান করে সতর্ক করে দেওয়া হয়েছে।
কচুয়া:./ : কচুয়ায় জনসচেতনতায় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সিএনজি অটোরিক্সায় ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রের একাংশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান বিভিন্ন দেশ থেকে কচুয়ায় আগমনকারী অধিবাসীগনকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ভবনকে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
কচুয়া:ছবি ২/ : কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের জনসচেতনতায় মাইকিংয়ের একাংশ।
Leave a Reply