মুজিব বর্ষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে তুলে ধরার লক্ষে কচুয়া উপজেলার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ সোমবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের ওই কলেজে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, বঙ্গবন্ধুর পরিবার, মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা ,সেক্টর কমান্ডার ও ভাষা শহীদদের প্রায় ১২০টি ছবি সম্বলিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারটি উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। এ সময় তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারে রক্ষিত ছবি গুলি দেখেন এবং কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
ছবি : চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইদুর রহমান, কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, গভর্নিং বডির সদস্য ওমর ফারুক, প্রভাষক মো: সোহেল আহমেদ, রসুল আহমেদ, শামীম আহমেদ, প্রদীপ, সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন মজুমদার,সমাজ সেবক নজরুল ইসলাম বাচ্ছু প্রমূখ। একই দিনে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করোনা ভাইরাসের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তাছাড়া তিনি কলেজ ক্যাম্পাসটি ও পরিদর্শন করেন।
ছবি : চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ
Leave a Reply