বর্ণাঢ্য র্যালি ,আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় দুর্যোগ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার(ভ’মি) একি মিত্র চাকমা, ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান প্রমূখ।
ছবি ১ : কচুয়ায় জাতয়ি দুর্যোগ দিবসে আয়োজিত র্যালির একাংশ
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ অলি, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা,আহসান হাবীব জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো: ইমাম হোসেন প্রমূখ। আলোচনা শেষ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে ১৮ হাজার টাকা ও ৬ বান্ডেল ঢেউটিন এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়। কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রশিক্ষিত কর্মীগন অগ্নিকান্ড ও ভ’মিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
ছবি ২: কচুয়ায় কচুয়ায় জাতয়ি দুর্যোগ দিবসে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ
Leave a Reply