বর্ণাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছ্্ে । ১ মার্চ রবিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলায় কর্মরত সকল বীমা কোম্পানীর কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহনে ইউএনও’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
এসময় তিনি প্রান্তিক জনগনের দোড়গোরায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড পৌছে দেওয়ার জন্য বীমা কর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, আল-বারাকা ইসলামী বীমার অতিরিক্ত প্রকল্প পরিচালক সোলাইমান মিয়াজী, সানফ্লায়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এএমডি গাজী মো. ইয়াসিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সার্ভিস সেল ইনচার্জ মাওলানা আবুল হোসাইন প্রমূখ।
আলোচনা সভা শেষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে বীমার গুরুত্ব বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply