কচুয়া পৌরসভায় অবস্থিত আল-ফাতেহা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে এবছর ২১ জন জেডিসি ও ইবতেদায়ীতে বৃত্তি লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় ৪০ জন পরক্ষার্থী অংশগ্রহণ করে ৮ জন জিপিএ ৫সহ শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়। তন্মধ্যে ৮জন টেলেন্টপুলে ও ১১জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হল, সালাউদ্দীন আহমেদ সালমান, মো. তৌহিদুল ইসলাম, জামিল হোসাইন, মো. খুরশিদ আলম, মো. এহসান হাবীব, উবায়েদুল্লাহ সিদ্দিকী, তানভীর হোসেন ও মো. আবদুল্লাহ । সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হল, মো. রাইয়ান ইসলাম তাওহীদ, মো. ফুয়াদ হোসেন, মো. জোনায়েদ হোসেন, জামিল, নেছার আহমেদ, ইনজালা গাজী, মো. রায়হান, মুক্তা বেগম, সাইয়েদা হালিমা বিনতে জাকিরুল্লাহ, সাবিহা আক্তার ও খাদিজা সুলতানা মীম।
অপরদিকে জেডিসি পরীক্ষায় ৪৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ সফলতা অর্জন করে দুজন বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্ত দুজন শিক্ষার্থী হল মো. মাহফুজুর রহমান ও যায়ের বিন জামান। প্রতিষ্ঠানের সুপার মাওলানা মো. আঃ হাই জানান, পাঠদানের পাশাপাশি ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষায় সুশিক্ষা দেওয়া হয়। ভবিষতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে ছাত্র, শিক্ষক ও এলকাবাসীর সহযোগীতা কামনা করেন।
ছবি৩ঃ কচুয়া আল ফাতেহা মাদ্রাসায় ইবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের একাংশ
Leave a Reply