২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় কচুয়ার বাইছারা আল-ইনসাফ মর্ডান কিন্ডার গার্টেন থেকে ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাশসহ সদ্য ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফলে ৭ জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করে।
জানাযায়,কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারায় মনোরম পরিবেশে আল-ইনসাফ মর্ডান কিন্ডার গার্টেন থেকে ৪ জন ট্যালেন্টপুুল ও ৩ জন সাধারন গ্রেডসহ ৭ জন পরীক্ষার্থী বৃৃৃৃত্তি লাভ করে ।২৯ ফেব্রুয়ারি শনিবার বাইছারা আল-ইনসাফ মর্ডান কিন্ডার গার্টেনে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইছারা আল-ইনসাফ মর্ডান কিন্ডার গার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডি.এস. জসিমউদ্দিন,সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান মুন্সী,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাকির হোসেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আঃ মান্নান,বিশিষ্ট সমাজ সেবক নাছির উল্লাহ শিকদার, আল-ইনসাফ মর্ডান কিন্ডার গাটেনের অধ্যক্ষ হাজী শামছুল আলম,সহকারী প্রধান শিক্ষক মুনতাছির মামুন,ইউপি সদস্য আঃ বারেক প্রধান।
কচুয়াঃ প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় কচুয়ার বাইছারা আল-ইনসাফ মর্ডান কিন্ডার গার্টেন থেকে বৃত্তি পাওয়া ৭ কৃতি শিক্ষার্থী,পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষদের একাংশ।
বিশেষ প্রতিনিধি : আরিফুল ইসলাম দিপু
Leave a Reply