1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৫৫ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) উপজেলা পল্লী উন্নয়ন ভবন প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অতিথিবৃন্দ বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিআরডিবি’র চেয়ারম্যান আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত, সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সমবায়ী আলী আশ্রাফ মুন্সি প্রমূখ।
সমবায়ী সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি মো. নুরুল ইসলাম, সদস্য সাইফুর রহমান বাহাদুর, ইদ্রিস পাটওয়ারি, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শফিকুল আলম, জুনিয়র অফিসার সবুজ চন্দ্র রায়, পরিদর্শক জুয়েল প্রধান, ইব্রাহীম মোহাম্মদ আলীসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারবৃন্দ।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
kachua photo 1
ছবিঃ কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার