কচুয়া উপজেলার ৯টি রুটে সিএনজি গাড়ীর ভাড়া নির্ধারন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভাড়া নির্ধারন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে এ সময় কচুয়া উপজেলা সিএনজি সমিতির সভাপতি খোরশেদ আলম খোকন,মোফাচ্ছেল খানসহ সমিতির শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কচুয়া-হাজীগঞ্জ ৪০টাকা, কচুয়া-কালিয়াপাড়া রুটে ৩৫টাকা, কচুয়া-সাচার রুটে ৪০টাকা, কচুয়া-আড্ডা রুটে ৫০টাকা, কচুয়া-চৌমুহনী রুটে ৩০টাকা, কচুয়া-সিংআড্ডা রুটে ৩০টাকা, কচুয়া- দারাশাহী তুলপাই রুটে ৪০টাকা, কচুয়া- কৈলাইন রুটে ৪০টাকা, কচুয়া- নবাবপুর রুটে ৪০টাকা ও কচুয়া- রহিমানগর রুটে ২০টাকা নির্ধরন করা হয় । যাত্রী সাধারনের সুবিধার্থে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এ ভাড়া নির্ধারন করা হয়।
ছবি: কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার একাংশ
তাছাড়া একই সভায় সমন্মিত সিদ্বান্তের পরিপ্রেক্ষিতে কচুয়া উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার সিদ্বান্ত হয়। এ সময় উপজেলা মহিলা ভইস চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভ’মি) একিমিত্র চাকমা,কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,ওসমান গনি মোল্লা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদারসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন সভায় উপস্থিত ছিলেন।
একই দিনে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের সভাপ্রধানে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ছবি: কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের সভাপ্রধানে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভার একাংশ
Leave a Reply