বিদ্যালয়ে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও মানুষকে ভোট দেয়ায় উদ্বুদ্ধ করণের লক্ষে চাঁদপুরের কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রæয়ারি) সারা দেশের ন্যায় কচুয়ায় সকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪৮ নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ২২২ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অনুপস্থিত ১০৩ জন ভোটার ও বাতিল ভোট ১৪টি।
৭টি পদের বিপরীতে ১১জন প্রার্থী তুমুল প্রতিদ্বন্দিতা করে। প্রতিদ্বন্দিরা হচ্ছেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ কামাল, শেখ সাইফুল, নাদিয়া সুলতানা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চীমিন আক্তার, ফাতেহা, সাহিদা সুলতানা, তৃতীয় শ্রেণির প্রতাপ পাল, নুশরাত, আয়েশা সিদ্দিকা, আফরিন ও মাহি।
এদের মধ্যে নির্বাচিতরা হচ্ছেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ কামাল (৯৭ ভোট), শেখ সাইফুল (৮০ ভোট), নাদিয়া সুলতানা (৭০ ভোট), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চীমিন আক্তার (৮৩ ভোট), সাহিদা সুলতানা (৫৯ ভোট), তৃতীয় শ্রেণির নুশরাত (৭১ ভোট) ও মাহি (৬০ ভোট) ।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন বাটা।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা সুলতানা ফেরদাউস, সহকারী শিক্ষক শিবানী রানী, খোরশিদ জাহান, ফরিদা ইয়াসমিন, মাকসুদা আক্তার, মো. নজরুল ইসরাম, হাসিনা পারভীন, মো. ওয়ালী উল্লাহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফলাফল ঘোষণা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ীদের মাল্য পরিয়ে দেয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ছবিঃ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ীদের মাল্য পরিয়ে দিচ্ছেন ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকবৃন্দ।
প্রতিনিধি : মো. মেহেদী হাসান
Leave a Reply