কচুয়ায় শুদ্ধসুরে দলগত জতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রæয়ারি বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত দলগুলি চুড়ান্ত পর্বের প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছে। প্রাথমিক পর্যায়ে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান স্থান অর্জনকরী যথাক্রমে আশ্রাফপুর,কাদলা ও কড়ইয়া ইউনিয়ন পরিষদ । মাধ্যমিক পর্যায়ে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান স্থান অর্জনকরী যথাক্রমে গোহট দক্ষিন ,আশ্রাফপুর ও কচুযা পৌরসভা । উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান স্থান অর্জনকরী যথাক্রমে কাদলা, কচুয়া পৌরসভা ও কড়ইয়া ইউনিয়ন পরিষদ । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার দিপায়ন দাস শুভ’র সভাপ্রধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,ইউআরসি’র ইনষ্টাকটর তারেক নাথ মল্লিাক প্রমূখ।
ছবি : কচুয়ায় শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ অতিথিবৃন্দ।
Leave a Reply