কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহহৃত সরকার মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার বিকেলে ৬/৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট নির্বাহী অফিসার ল্যাপটপ দিবে এরকম কথা বলে চাঁদা দাবী করা হয়। চাঁদা দাবী করার পর প্রতিষ্ঠান প্রধানদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভকে বিষয়টি অবহিত করা হয়। তাছাড়া ওই সময়ে প্রতিষ্ঠান প্রধানগন সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসার,একাডেমিক সুপার ভাইজারকে বিষয়টি অবহিত করলে জানা যায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়ার নাম করে কোন টাকা চাওয়া হয়নি,এটি একটি প্রতারক চক্রের কাজ। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক কচুয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ সবাইকে এ চক্র থেকে সাবধান থাকতে অনুরোধ জানান এবং এ রকম ঘটনা ঘটলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।
Leave a Reply