চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ। ১০ বছর পূর্তি উপলক্ষে কলেজের শিক্ষক ,ছাত্রী ,অভিভাবক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন কলেজের প্রতিষ্ঠাতা গভনিং বডির সভাপতি আলহাজ্ব মো: গোলাম হোসেন ।সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ কলেজ এলাকা পরিদর্শন করেছেন। ৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার গভনিং বডির সভাপতি আলহাজ্ব মো: গোলাম হোসেন কলেজ মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ১০ বছরপূর্তি অনুষ্ঠানকে সফল করে সাংবাদিকগনের মতামত শুনেন এবং কলেজর বিভিন্ন অনষ্ঠানসূচি নিয়ে কথা বলেন।
তিনি বলেন ৫জন সম্মানিত সংসদ সদস্য,মুক্তিযোদ্ধা,বিশিষ্ট রজানৈতিক ব্যাক্তিবর্গের অংশগ্রহনের মাধ্যমে ১০ বছরপূর্তি অনুষ্ঠানে সকালে মিলাদ,আনন্দ র্যালি,আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানকে সফল করতে ১১টি উপকমিটি কাজ করছে। এ উপলক্ষে কলেজের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে কলেজের প্রতিষ্ঠাতা ও গভনিং বডির সভাপতি আলহাজ্ব মো: গোলাম হোসেন প্রতিদিন সকল কার্যক্রম নিবিড়ভাবে দেখাশুনা করছেন। তিনি এক প্রতিিিক্রয়ায় বলেন ,কলেজটি সবার,সম্মানিত মেহমান কৃতি ছাত্রী সবাই আমাদের অতিথি । অনুষ্ঠানকে স্বার্থক করে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। এ সময় কলেজের অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সাংবাদিক আবুল হোসেনসহ কচুয়ায় কর্মরত সাংবাদিকন উপস্থিত ছিলেন।
ছবি ঃ কলেজ গভনিং বডির সভাপতি আলহাজ্ব মো: গোলাম হোসেনের কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার একাংশ ।
Leave a Reply