ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের মাধ্যমে জলাতংক মুক্ত বাংলাদেশ গড়তে কচুয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ৫দিন ব্যাপি কুকুরের টিকাদান কমসূচি সফল করতে প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর ভেটেনারী অফিসার ডা: দীপ্ত কুমার রায়,সুপারভাইজার মো: কাউছার আহমেদ।
এ সময় উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা: নুরুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা: সোহেল রানা,কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহীম খলিল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদারসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, ইউপি সচিবসহস্বাস্থ্য পরিদর্শকগন অবহিতকরণ সভায় অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ।
Leave a Reply