কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া,বাষিক মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭জানুয়ারি সোমবার মাদ্রসা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পরিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শূভ ।এ সময় তিনি বলেন শুধু মাত্র জিপিএ-৫ পাওয়া বড় কথা নয় ,নেতিক শিক্ষায় সুশিক্ষত হয়ে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বের জন্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
ছবি: নলূয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শূভ
মাদ্রসার পচিালনা পর্ষদের সভাপতি আইডিইবির সহ-সভাপতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার একএম আবদুল মোতালেবের সভাপ্রধানে আলাচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, মাদ্রসার অধ্যক্ষ মো: আবু ইউসুফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সওদাগর,আওয়ামী লীগ নেতা সেলাইমান মিয়াজি,ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আবু তাহের,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করে মাদ্রসার সহকারি শিক্ষক তারেক মনোয়ার।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রসার সুপার আবু ইউসুফ ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকারগন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই দিন সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শূভ নলুয়ায় অবস্থিত হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন পরিদর্শন করেন এবং শিশু সদনে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন । এ সময় প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ও আইডিইবি র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার একএম আবদুল মোতালেবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মুনাজাতাতের একাংশ
Leave a Reply