কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা দেশের প্রথম বিনোদন সংবাদ মূলক দর্শক নন্দিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওর উদ্যোগে শনিবার সকালে কচুয়া উপজেলা পরিষদে চত্তরে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,কেক কাটা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। এসময় তিনি বলেন,বাংলাদেশে অনেকগুলি স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার হচ্ছে তার মধ্যে এশিয়ান টেলিভিশন মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছে। আশা করি এশিয়ান টিভির কলাকৌশলীরা তাদের মেধা পরিশ্রম দিয়ে এশিয়ান টিভিকে বাংলাদেশের এক নাম্বার স্যাটেলাইট টেলিভিশন হিসেবে রুপান্তরিত করবে।
কচুয়া উপজেলা সহকারি কমিশনার(ভুমি) একি মিত্র চাকমার সভাপতিত্বে ও এশিয়ান টিভির কচুয়া উপজেলা প্রতিনিধি আহসান হাবীব সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ,কচুয়া পেস্রক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ। এসময় বীর মুক্তিযোদ্বা আনোয়ার শিকদার,কচুয়া পেস্রক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী,আলোর মশাল সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধাসহ কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ কেক কেটে এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করে।
ছবিঃ কচুয়া এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তির কেক কেটে দিবসটি উদযাপন করছেন অতিথি বৃন্দ।
Leave a Reply