কচুয়ায় গীতা স্কুল পরিচালনা পরিষদের কর্মী সম্মেলন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া সুত্রধর বাড়িতে গীতা স্কুল পরিচালনা পরিষদের আয়োজনে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
ছবি: কচুয়ার কড়উয়া ইউনিয়নের ডুমুরিয়া সুত্রধর বাড়িতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
অনুষ্ঠানে গীতা স্কুল পচিালনা পরিষদের কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ।
কচুয়া শাখার আহবায়ক অপু চক্রবর্তীর সভাপ্রধানে ও সদস্য সচিব সঞ্জয় সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা, বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুমন কুমার রায়,বাংলাদেশ হিন্দু পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার দে,জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা শাখার সভাপতি এডভোকেট মানিক চন্দ্র ভৌমিক,বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীপন চন্দ্র দাস,কচুয়া শাখার উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, প্রধানবক্তা চাঁদপুর জেলা গীতা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল প্রমূখ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গীতা স্কুল শাহরাস্থির সুমন বিশ্বাস,ফরিদ গঞ্জের নিত্য অধিকারী ।
ছবি: কর্মী সম্মেলনের উদ্বোধন করছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ।
Leave a Reply