কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়ালী উল্লাহ (অলি) উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে ১৪জানুয়ারি মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের আওতায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আলম গত রবিবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আক্রোশ মূলক কথাবার্তাসহ ওসিকে প্রত্যাহারের দাবী জানান। তিনি ঘটনাটি উল্লেখ করে বলেন-০৭ জানুয়ারি কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শরীফ হোসেন বাদী হয়ে ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলমকে ২নং বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। বিষয়টি ধর্তব্য অপরাধ হওয়ায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারায় বাধ্যবাধকতা থাকায় বর্ণিত মামলাটি রুজু করা হয়েছে। বাদী ধর্তব্য অপরাধের সাথে জড়িত মর্মে স্বক্ষরিত এজাহার দায়ের করে, সে মোতাবেক মামলা এফআইআর হিসেবে গন্য করার বাধ্যবাধকতা রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে কাউকে এজাহার নামীয় আসামী করা যাবে বা যাবেনা তা বাদীকে আদেশ বা উপদেশ দেওয়ার সুযোগ নেই। বিবাদী মোঃ মাহবুব আলম আইনের বাধ্যবাধকতাকে তোয়াক্কা না করে তাহার বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় সংবাদ সম্মেলন করে থানা পুলিশের বিরুদ্ধে আক্রোশমূলক কথাবার্তার ফলে প্রায় ২’শ বছরের প্রাচীন ও মুক্তিযুদ্ধের ইতিহাস গাঁথা, পুলিশ বাহিনীর সুনামসহ থানা পুলিশের সফল কার্যক্রম জনসাধারণের নিকট প্রশ্নবিদ্ধসহ ওসির প্রত্যাহারের দাবীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ছবি: কচুয়া থানার ওসি ওসি ওয়ালী উল্লাহ অলি’র সংবাদ সম্মেলনের একাংশ।
Leave a Reply