কচুয়ার রহিমানগরে শীতকালীন পৌষ মেলার নবম দিনে দর্শকের উপচে পড়া ভীড়। কচুয়ার রহিমানগরে অবস্থিত ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ১০ দিন ব্যাপি পৌষ মেলায় বিপুল সংখ্যক দর্শকে অংশ গ্রহনের মধ্য দিয়ে ৯বম দিনের মত চলছে। প্রতিদিন দুপুর ২টা থেকে স্কুল ,মাদ্রসা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৩ জানুয়ারি সোমবার গোহট দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সৌজন্যে কুইজ প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করেন কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল হোসেন সুমন, কচুয়া প্রেসক্লবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ গাজী,সাধারন সম্পাদক মো: হোসাইন,শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন,সাধারন সম্পাদক ফযসাল । অনুষ্ঠান পরিচালনা করেন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন মিন্টু।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ১৪ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী জানান মেলার প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সন্দেহজনক ব্যাক্তিদের দেহ তল্লাশীর ব্যবস্থা থাকছে। দর্শক শ্রোতাদের নিরাপত্তার জন্যে পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।মেলা উদযাপন কমিটির শতাধিক স্বেচ্ছসেবক মেলা স্থানে পাহড়ায় নিয়োজিত রয়েছে ।
প্রতিদিনের অনুষ্ঠান সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত রহিমানগর ক্যাবল টিভি নেটওয়ার্কে সরসরি দেখানো হয়।১০ দিন ব্যাপি পৌষ মেলার বিভিন্ন সংবাদ ও অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাপ্তাহিক কচুযা বার্তা ও চেতনা টিভি। চেতনা টিভিতে প্রতিদিনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
ছবি: পৌষ মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply