কচুয়ার রহিমানগরে অবস্থিত ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ১০ দিন ব্যাপি পৌষ মেলা ৫ জানুয়ারি রবিবার শুরু হয়েছে । প্রতিদিন দুপুরে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্যে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং তাছাড়া সন্ধ্যায় সবার জন্যে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌষমেলায় বিভিন্ন পন্যের প্রায় ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলায় ক্রেতাদের ভীড় ক্রমেই বাড়ছে। ছোট ছেলে মেয়েদের বিনোধনের জন্যে রয়েছে দোলনা ,গাড়ী ও নৌকায় চড়ে বড়ানো।সেন্ট্রাল হেলথ কেয়ারের ডায়াবেটিস ,রক্তের গ্রুপ নির্নয় ও জরুরী সেবার জন্যে মেডিকেল টীম রয়েছে।
৬ জানুয়ারি সোমবার দুপুরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযেগীতায় বিজয়ী ৫ জনের মধ্য থেকে ৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন মিন্টুর পরিচালনায় পুরস্কার বিতরণ করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদ মো: আলমগীর তালুকদার, ,সংঘঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন।
ছবি: পৌষ মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
সন্ধ্যায় কুিমল্লার অল স্টার একাডেমীর,শিল্পীগন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ১৪ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী জানান মেলার প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সন্দেহজনক ব্যাক্তিদের দেহ তল্লাশীর ব্যবস্থা থাকছে। দর্শক শ্রোতাদের নিরাপত্তার জন্যে পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।মেলা উদযাপন কমিটির শতাধিক স্বেচ্ছসেবক মেলা স্থানে পাহড়ায় নিয়োজিত রয়েছে ।
প্রতিদিনের অনুষ্ঠান সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত রহিমানগর ক্যাবল টিভি নেটওয়ার্কে সরসরি দেখানো হয়।১০ দিন ব্যাপি পৌষ মেলার বিভিন্ন সংবাদ ও অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাপ্তাহিক কচুযা বার্তা ও চেতনা টিভি। চেতনা টিভিতে প্রতিদিনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
ছবি: পৌষ মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply