কচুয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবেতেদায়ী পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯৭.৫৪ ও ৯৯.৪৭ । ৩১ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কচুয়া উপজেলার ১শত ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪হাজার ২শত ৮৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তন্মধ্যে পাস করেছে ৪হাজার ১শত ৮৩জন। পাশের হার শতকরা ৯৭.৫৩। জিপিএ-৫ পেয়েছে ৪শত৪৬জন। এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা সবদিক বিবেচনায় ভাল করেছে। মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ সকল বিদ্যালয়ের ফলাফল সংগ্রহের পর একযোগে কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা,উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক,ইউআরসির ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক,সহকারি শিক্ষা অফিসার শুভাস চন্দ্র দেবনাথ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম,সাধারন সম্পাদক মো: কামাল হোসেন ,সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়াম বোগদাদী রুমিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
অপর দিকে ইবতেদায়ী পরীক্ষায় ১হাজার ২শত৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তন্মধ্যে পাস করেছে ১হাজার ২শত১ জন। পাশের হার শতকরা ৯৯.৪৭। জিপিএ-৫ পেয়েছে ২৫জন।
ছবি: প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল ঘোষনা করছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ
Leave a Reply