কচুয়ায় জেএসসি পরীক্ষায় ৫হাজার ৪শত ২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তন্মধ্যে পাস করেছে ৫হাজার ৩শত ৪১জন। পাশের হার শতকরা ৯৩.৬৭। জিপিএ-৫ পেয়েছে ২শত২৫জন।সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২৩জন ,জগতপুর উচ্চ বিদ্যালয় ২০জন ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ১৯ জন।
শতভাগ ফলাফল অর্জনকারী ৭টি প্রতিষ্ঠান হল : কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় , আশেক আলী খান স্কুল এন্ড কলেজ,নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজ,রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়,আইনগিরি উচ্চ বিদ্যালয়,কচুয়া ক্যামব্রিয়ান স্কুল ও বাসাবাড়িয়া হাসান আলী স্কুল।
অপর দিকে জেডিসি পরীক্ষায় ২হাজার ১শত৫৪জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তন্মধ্যে পাস করেছে ২হাজার ৭৭ জন। পাশের হার শতকরা ৯৬.৪২। জিপিএ-৫ পেয়েছে ২৭জন।শতভাগ ফলাফল অর্জনকারী ১৬টি প্রতিষ্ঠান হল: নিশ্চিন্তপুর মাদ্রাসা,মনপুরা মাদ্রাসা,রাগদৈল ইসলামমিয়া মাদ্রাসা,পালাখাল ছালেহিয়া মাদ্রাসা,আইনগিরি মাদ্রাসা,মাঝিগাছা ইসলামিয়া মাদ্রাসা,বড়দৈল মহিলা মাদ্রাসা,আল ফাতেহা মাদ্রাসা,সাচার ইসলামিয়া মাদ্রাসা,ডুমুরিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা,নুরপুর কারিগরি মাদ্রাসা,কোয়া চাঁদপুর ইসলামিয়া মাদ্রাসা,দোঘর মহিলা মাদ্রাসা,কাদলা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসা,আল ফাতেহা মহিলা মাদ্রাসা,লক্ষীপুর গাউছিয়া মাদ্রাসা।
Leave a Reply