কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নে লতিফপুর মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমানের সভাপ্রধানে ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর,সাবেক সাধারন সম্পাদক মো: ছফিউল্লাহ,উপজেলা মাওলানা ওলামা লীগের সভাপতি মাওলানা নাছির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক মো: কাউছারও সদস্য আমির হোসেন প্রমূখ। প্রসংগত: ১জানুয়ারি ২০২০খ্রি: থেকে লতিফপুর মডেল স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেনিতে ভর্তি ও ক্লাশ শুরু হবে । প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আগ্রহী অভিভাবকদের বিদ্যালয়ে যোগযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন ।
ছবি: লতিফপুর মডেল স্কুলের উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ অতিথিবৃন্দ।
Leave a Reply