চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির ৫নং এলাকায় পরিচালক পদে তৌহিদুল ইসলাম খোকা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার কচুয়া (কোয়া) শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবর্মখর পরিবেশে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি -১ কচুয়া জোনাল অফিসের আওতায় ৫নং এলাকার ৭.৮.৯.১০.১১.১২ ও কচুয়া পৌরসভার সকল বিদ্যুৎ গ্রাহকগন পরিচালক পদে ভোটাধিকার প্রয়োগ করে। এতে তৌহিদুল ইসলাম খোকা বৈদুাতিক বাল্ব প্রতীকে ১হাজার ৫শত ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে সফিকুল আলম ছাতা প্রতীক পায় ২শত ৩৯ ভোট, টেলিভিশন প্রতীকে শ্যামল চন্দ্র দাস ২৩ ভোট,দেয়াল ঘড়ি প্রতীকে শাহ আলম মিয়া ৪৪ ভোট পায় ।
ছবি : নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করছেন প্রার্থী তৌহিদুল ইসলাম খোকা
সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন শেষে নির্বাচনের রির্টাানিং অফিসার বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক আমিনুর রহমান ভোটের ফলাফল ঘোষনা করেন। সকাল থেকে ৭ টি বুথে শন্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগন সকাল থেকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন।এ সময় উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ভোট কেন্দ্রে পরিদর্শন করেন।
ছবি : ভোটের ফলাফল ঘোষনা করছেন নির্বাচন কমিশনার আমিনুর রহমান
তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভ’মি) একিমিত্র চাকমা,কচুয়া থানার ওসি ওয়ালি উল্লাহ ভোট গ্রহনের দায়িত্ব পালন করেন। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষনার পর বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ তৌহিদুল ইসলাম খোকাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তৌহিদুল ইসলাম খোকা এক প্রতিক্রিয়ায় জানান আমি পল্লী বিদ্যুতের সকল গ্রাহকদের কল্যানে কাজ করব। যে সব ভোটার আমাকে সহযোগীতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি ।
ছবি: নর্বাচনে বিজয়ের পর সমর্থকদের সাথে বিজয়ী প্রার্থী তৌহিদুল ইসলাম খোকা
Leave a Reply