” সংস্কৃতি সুন্দর মনের বিকাশ ঘটায় ” এ স্লোগানে কচুয়ার রহিমানগরে অবস্থিত ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ১০ দিন ব্যাপি পৌষ মেলা ৫ জানুয়ারি উদ্বোধনের প্রস্তুত চলছে।৫ জানুয়ারি রবিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পৌষ মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দন খান আলমগীর এমপি। ১০ দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৌষ মেলায় বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ও শিল্পিগন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী জানান উদ্বোধনী দিন ৫ জানুয়ারি রবিবার শাহরাস্থির বিজয় ডান্স একাডেমী,৬ জানুয়ারি কুিমল্লার অল স্টার একাডেমী, ৭ জানুয়ারি ঢাকার সুমন ডান্স একাডেমী, ৮ জানুয়ারি কুমিল্লার ব্লাক এন্ড হোয়াইট ডান্স একাডেমী, ৯ জানুয়ারি চাঁদপুর মঞ্চ, ১০ জানুয়ারি ঢাকার সোহাগ ডান্স টুরুপ একাডেমী, ১১ জানুয়ারি চাঁদপুরের অপু মিডিয়া সাংস্কৃতিক সংগঠন, ১২ জানুয়ারি ঢাকার মাটি মিউজিক,১৩ জানুয়ারি ঝিলমিল সাংস্কৃতিক সংঘের বান্ড সংগীত, ১৪ জানুয়ারি মঙ্গলবার জাতীয় মানের বিভিন্ন জনপ্রিয় শিল্পিদের সমন্ময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাছাড়া প্রতিদিন দপুর ১টা থেকে ৩টা পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের উপভোগ করার জন্যে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
পৌষমেলায় বিভিন্ন পন্যের প্রায় ৬০টি স্টল স্থান পাবে। দর্শক শ্রোতাদের নিরাপত্তার জন্যে পুরা এলাকাটি সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে এবং ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রায় শতাধিক স্বেচ্ছসেবক মেলা স্থানে পহড়ায় নিয়োজিত থাকবে। প্রতিদিনের অনুষ্ঠান বিকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত রহিমা নগর ক্যাবল টিভি নেট ওয়ার্কে সরসরি দেখানো হবে।
১০ দিন ব্যাপি পৌষ মেলার বিভিন্ন সংবাদ ও সম্পুর্ন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাপ্তাহিক কচুযা বার্তা ও চেতনা.টিভি।
Leave a Reply